Monday, October 30, 2017

ফ্রিল্যান্সিং করে অনলাইন ইনকামের টাকা হালাল নাকি হারাম?

আজকাল বেশীরভাগ তরুন ফ্রীল্যান্সিং করে টাকা ইনকামের দিকে ঝুঁকে পড়ছে। বাস্তবে যেমন হালাল-হারাম দুই উপায়ে ইনকাম করা যায়, ঠিক তেমনি অনলাইন থেকে হালাল-হারম উপায়ে ইনকাম করা যায়।

জেনে নিন, ইসলাম কী বলে ফ্রীল্যান্সিং নিয়েঃ


১। ইসলাম ধর্ম মতে, বিধর্মীদের সাথে ব্যবসা করা জায়েজ আছে;সে হিসেবে ফ্রীল্যান্সিং করে বিধর্মীদের কাজ করে টাকা ইনকাম করলে তা হালাল হবে।

Saturday, October 28, 2017

মাত্র পাঁচ মিনিটেই ঝকঝকে উজ্জ্বল ও সুন্দর হবে আপনার দাঁত।

নিজের দাঁত নিয়ে টেনশনে আছেন? বান্ধবী দেখলে কি বলবে! বিয়েতে যেতে লজ্জা পাচ্ছেন! চিকিৎসা করেও দাঁত সুন্দর হচ্ছেনা! আর নয় হতাশা। মাত্র পাঁচ মিনিতেই ঘরোয়া উপায়ে তৈরি করুন ঝকঝকে সাদা দাত।


এর জন্য আপনাকে তিনটি নিয়ম অনুসরণ করতে হবে।

১।প্রথমে কালো নিমের মাজন নিন।

Tuesday, October 10, 2017

ফ্রীল্যান্সিং বা অনলাইন থেকে ইনকামের সঠিক গাইডলাইন।

অনলাইনে ইনকাম করতে গিয়ে  প্রতরণার শিকার হন অনেকে,আমি নিজেও শিকার হয় অনলাইনে প্রতরণার। যার কারণে অনেকে বাদ দিয়ে দেন, ফ্রীল্যান্সিং করার।
আজ সঠিক পরামর্শ যেনে নিন, আর শুরু করে দিন অনলাইন ইনকাম।

অনলাইনে ইনকাম করতে বা সফল হতে চাইলে ৩টি জিনিস থাকতে হবে।


  • ধৈর্য্য
  • পরিশ্রম
  • চেষ্টা

৩ টি জিনিস বাদ দিতে হবে আপনার।

Wednesday, October 4, 2017

স্বাগতম! সবার প্রিয় প্রযুক্তি ব্লগে। আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে সত্য ও সঠিক তথ্য পৌঁছে দেওয়া।


আমদের সাথে যোগাযোগ করার ঠিকানাঃ

Email: hasancell37@gmail.com
Facebook: https://www.facebook.com/onlinejonaki/



LinkedIn Add to Profile button