আজ সঠিক পরামর্শ যেনে নিন, আর শুরু করে দিন অনলাইন ইনকাম।
অনলাইনে ইনকাম করতে বা সফল হতে চাইলে ৩টি জিনিস থাকতে হবে।
- ধৈর্য্য
- পরিশ্রম
- চেষ্টা
৩ টি জিনিস বাদ দিতে হবে আপনার।
- লোভ। ( আমরা অনেকে মাসে $৫০০ বা দিনে $5 ইনকাম দেখে লাফ দিই আর প্রতরণার শিকার হয়! আরে ভাই একজনের টাকা আরেকজনকে এমনি এমনি দিয়ে দিবে নাকি? টাকা কামানো এত সহজ না!)
- অল্প সময় ব্যয় করে ইনকাম করার ইচ্ছা।( দুই-তিন মাস কাজ করে বাদ দিয়ে দেওয়ার ইচ্ছা থকলে অনলাইনে ইনকাম আপনার জন্য না।)
- অলসতা! ( ১ বছর ধৈর্য্য ধরার পর এখন ভালো ইনকাম করতেছি আমি)
- fiverr.com ( এইটি ২০১০ সাল থেকে এখনো পেমেন্ট করে আসছে। )
- freelancer.com
- upowork.com
উপরে দেওয়া সাইটগুলোতে কাজ করতে চাইলে আপনাকে ঐ সাইটগুলোর বিষয় নিয়ে ধারণা থাকতে হবে। এইগুলো হল মার্কেটপ্লেস ওয়েবসাইট। ঐ সাইটগুলোর মাধ্যমে বায়ারের কাজ করে দিয়ে ইনকাম করতে হয়। যেমনঃ লগো ডিজাইন, ওয়েবসাইট বানানো, সোশ্যাল মিডিয়ে মার্কেটিং এর কাজ করে ইনকাম করা। এছাড়াও, আরো অনেক কাজ করে ইনকাম করা যায়।
এছাড়াও, আপনি CPA মার্কেটিং, পিটিসি সাইট, ইউটিউব ও ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারেন। এইগুলো সহজ, কিন্তু আপনাকে জেনে শুনে কাজ করতে হবে।
এইগুলো সম্পর্কে বিস্তারিত পোস্ট করা হবে। চোখ রাখুন Onlinejonaki ওয়েবসাইটে।
পরামর্শঃ
- কাজ কম টাকা বেশি এইরকম কোন কাজ করবেন না।
- অভিজ্ঞ কারো কাছ থেকে জেনে শুনে কাজ করুন।
- যেসব সফটওয়্যার ও ওয়েবসাইট দুই নাম্বারি করে তাদের ওয়েবসাইটে খারপ কমেন্ট পরে, তাই কোন সাইট সম্পর্কে জানার পর ঐ সাইট কি ভালো না খারাপ জেনেন নিন।
No comments:
Post a Comment