Monday, November 20, 2017

ব্রণ দূর করার ঘরোয়া উপায়।

ব্রণ সমস্যায় ভোগেন না এইরকম তরুন-তরুণী আজকাল প্রায় কম দেখা যায়। চিকিৎসা করেও মিলে না  ব্রণ সমস্যা। আমি নিজেও ভুগেছি ব্রণ নিয়ে। কিছু ঘরোয়া নিয়ম অনুসরণ করে চিরতরে দূর করুন ব্রণ।



ব্রণ




১। গোলাপ জলের ব্যবহারঃ একটি কাপ বা কিছুতে পানি নিয়ে পানির অর্ধেক গোলাপ জল মিশান। এইগুলো ফ্রিজে রেখে বরফ করে নিন। এরপর সকাল-বিকাল প্রতিদিন বরফ হাতে নিয়ে মুখে ৪-৫ মিনিট ঢলুন। এক সাপ্তাহ পর ব্রণ খুঁজে পাবেন না! 

২। যদি গোলাপ জল না থাকে শুধু পানির বরফ দিয়ে প্রতিদিন সকাল-বিকাল মুখে ৪-৫মিনিট ঢলুন। দেখবেন ব্রণ চলে যাবে।

এই নিয়মটি ব্যবহার করলে দেখবেন আপনার চেহেরাও সুন্দর হচ্ছে।

পরামর্শঃ


১। মুখের ব্রণগুলো নখ দিয়ে টিপে বের করবেন না। যদি এই কাজটি করেন ব্রণের সংখ্যা আরো বাড়বে। আর মুখে দাগ হয়ে থাকবে।

২। মুখে তৈল বাজাবেন না।

৩। মুখে ভিবিন্ন ধরণের ক্রিম ব্যবহার করবেন না।



No comments:

Post a Comment