Wednesday, November 22, 2017

জেনে নিন ফেসবুক সম্পর্কে অজানা সব তথ্য।

ফেসবুক তৈরি করা হয় ২৯-০৩-১৯৯৭ । তবে এইটি প্রকাশ করা হয় ২০০৪ সালে। প্রথমত, ফেসবুকের প্রতিষ্টাতা মার্ক জাকারবার্গ এইটি তার ফ্রেন্ডদের মধ্যে আবদ্ধ রেখেছিলো। পরবর্তীতে এইটি মার্ক জাকারবার্গ তার দেশের মধ্যে ছড়িয়ে দিয়েছিলো। 


জনপ্রিয়তা পাওয়ায় মার্ক জাকারবার্গ এইটি এক সময় সারা পৃথিবীতে ব্যবহার করার জন্য চালু করে দেই।


বর্তমানে, সোশ্যাল মিডীয়ার শীর্ষে রয়েছে ফেসবুক। ছোট-বড় সবাই এখন ফেসবুক ব্যবহার করে।

ফেসবুক সম্পর্কে অজানা কিছু তথ্য জেনে নিনঃ




১। ফেসবুক ব্যবহার করে নিজস্ব সার্ভার। যেখানে, আমাদের প্রতিদিন আপলোড করা হাজার হাজার ছবি জমা হয়।


২। ফেসবুকের ব্যবহারকৃত ডোমেইন হল ফেসবুক‌র নিজস্ব।


৩। বর্তমানে, ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৮৬ কোটি পেরিয়েছে।


৪। ফেসবুক ব্যবহারকারীর শীর্ষ দেশের মধ্যে রয়েছে এমেরিকা।


৫। ঢাকা বর্তমানে ফেসবুকে ব্যবহারের প্রথম শহর।


৬। ফেসবুকে প্রায় নিত্য-নতুন ফিচার চালো করে থাকে।


প্রায় অনেকের অজানা বর্তমান একটি বিষয় হচ্ছে, ফেসবুক থেকে ইনকাম করা যায়। সাম্প্রতি, ফেসবুক এই সুবিধা চালো করেছে।



No comments:

Post a Comment