যেনে নিন কিভাবে পিসির যত্ন নিবেনঃ
১। আপনার পিসিকে রাখুন ভাইরাস মুক্তঃ ভাইরাস আমাদের অজান্তে আমাদের পিসিকে নষ্ট
করে ফেলে। সে জন্য, পিসিতে ইন্সটল করে রাখুন ভাইরাস সফটওয়্যার। সপ্তাহে একবার আপনার কম্পিউটারকে ভাইরাস সফটওয়্যার দিয়ে ভাইরাস মুক্ত রাখুন। ভাইরাস সফটওয়্যার হিসেবে ব্যবহার করতে পারেনঃ Eset Nod32 Entivirus, Avast অথবা Windows defender.
করে ফেলে। সে জন্য, পিসিতে ইন্সটল করে রাখুন ভাইরাস সফটওয়্যার। সপ্তাহে একবার আপনার কম্পিউটারকে ভাইরাস সফটওয়্যার দিয়ে ভাইরাস মুক্ত রাখুন। ভাইরাস সফটওয়্যার হিসেবে ব্যবহার করতে পারেনঃ Eset Nod32 Entivirus, Avast অথবা Windows defender.
২। অপ্রয়োজনীয় সফটওয়্যারকে আনইন্সটল করে দিন।
৩। কম্পিউটারে গিয়ে সার্চ বক্সে গিয়ে লিখুন Run. Run নামে একটি সফটওয়্যার আসবে ঐটিতে প্রবেশ করলে একটি সার্চ বক্স আসবে ঐখানে temp লিখে Ok দেন। নিচের ছবি দেখে বুঝে নিন।
OK দেওয়ার পর দেখবেন হাজার হাজার ফোল্ডার ঐখানে। এইগুলো আমরা যখন কোন সফটওয়্যার ইন্সটল করি ও মেমোরি লোড করি তখন ঐখানে এইসব ভাইরাস জনিত ফোল্ডার জমা হয়। যার কারণে পিসি স্লো চলে। সে জন্য ঐসব ফোল্ডারগুলো ডিলেট করে দেন। এরপর দেখবেন আপনার কম্পিটার আগের চেয়ে অনেক দ্রুত চলে। ঠিক একইভাবে Run এ প্রবেশ করে %temp% এই লেখাটি লিখে সার্চ দিলে অনেক অপ্রত্যাশিত ফোল্ডার দেখবেন। ঐগুলো ও ডিলেট করে দেন।
No comments:
Post a Comment