Monday, November 27, 2017

হ্যাকারদের হাত থেকে রক্ষা করুন আপনার জিমেইল আইডি।

gmail

অনলাইনে কাজ করার জন্য আমরা সবাই জিমেইল একাউন্ট ব্যবহার করে থাকি। কিন্তু আপনি আপনার জিমেইল একাউন্ট হ্যাকার থেকে  নিরাপদ রাখবেন কিভাবে?
যদি আপনি আপনার জিমেইল আইডি নিরাপদ রাখতে চান, তাহলে আপনাকে গুগুলের ২-স্টেফ ভেরিফিকেশন চালো করতে হবে। ফলে, আপনার জিমেইল পাসওয়ার্ড হ্যাক হলেও হ্যাকাররা লগ ইন করতে পারবেনা।

আপনার মোবাইল ও কম্পিউটার নিরাপদ রাখতে চাইলে লেখাটি পড়ুন।



জীবনের প্রয়োজনে আজকাল আমরা সবাই মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে থাকি। কিন্তু,অসাবধানতার কারণে আনেকের গোপনীয় সব তথ্য চলে যাই হ্যাকারদের কাছে। যার ফলে, আমরা প্রতিনিয়ত ব্ল্যাকমেইল এর শিকার হয়; বিশেষ করে মেয়েরা।

Sunday, November 26, 2017

গুগুল সম্পর্কে জানা-অজানা সব তথ্য।

আমরা অনলাইনে কাজ করার জন্য সবাই Gmail অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি। জিমেইল Google এর একটি সেবা।

এই গুগলের জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা অনেক সেবা উপভোগ করতে পারি। যা হয়ত আপনি জানেন না।

Google এর মাধ্যমে আপনি কী কী করতে পারেন দেখে নিনঃ

বেহেশতী হুরদের বিবরণ।

#বেহেশতী হুরদের বিবরণ:-

#বেহেশতী হুরদেরকে আল্লাহ তার স্বীয় নূর দ্বারা সৃষ্টি করেছেন।


#তাদের বিভিন্ন রকম সত্তরটি অলংকার থাকবে।

#তারা এত সুন্দর যে, তাদের হাত এবং হাড় অলংকারের ভিতর দিয়ে দেখা যাবে।

Saturday, November 25, 2017

ফেসবুকের ট্যাগ সমস্যা দূর করুন।

#ফেসবুকে অনেকেই এই জিনিস্টা জানেন না। যারা জানেন না তাদের জন্য এই লেখাটি।

#বর্তমানে ফেসবুকে সবচেয়ে বড় একটা সমস্যা হল যে আপনি জানেন না অথচ আপনাকে ফটোতে ট্যাগ করা হচ্ছে। অনেকেই আবার খারাপ ছবি ট্যাগ করে বসে! যা একদম বিরক্তিকর।

আপনি চাইলে এটা বন্ধ করতে পারেন। ফলে আপনার অনুমতি ছাড়া কেউ আর আপনাকে ট্যাগ করতে পারেবে না।

এর জন্য যা যা করতে হবে নিছে দেয়া হলঃ


Friday, November 24, 2017

ফ্রিল্যান্সিং জিনিসটা আসলে কি?

> সপ্তাহে ৫ দিন কাজ করার ভয়ে সপ্তাহে ৭ দিন কাজ করার নামই ফ্রিল্যান্সিং।

> সরকারি ছুটি ছাড়াও অতিরিক্ত ছুটি কাটানোর আশায় সকল ছুটিতে কাজ করার নামই ফ্রিল্যান্সিং।


> বড় বড় ভ্যাকেশন পাওয়ার আশায় সকল অকেশনে কাজ করার নামই ফ্রিল্যান্সিং।



ফ্রিল্যান্সিং

> এক বসের প্যারা সহ্য করার ভয়ে একাধিক বসের প্যারা সহ্য করার নামই ফ্রিল্যাান্সিং।

Thursday, November 23, 2017

রবি সিমের সব গোপন কোড গুলো জেনে নিন।

আজ আমি আপনাদের সাথে যে জিনিসটি শেয়ার করতে যাচ্ছি তা হল রবি সিমেরসকল গোপন কোড সমূহ।

এই টিউনটি পড়ে আপনি একজন দক্ষ রবি হেল্প লাইন হতে পারেন। ফলে আপনার কিংবা আপনার আশে-পাশের লোকদের রবি সিমের সমস্যা সমাধান করে এলাকায় সুনাম অর্জন করতে পারেন। যা আমি পেয়েছি।
.

জেনে নিন গোপন সব কোডঃ

ব্যালেন্স চেকঃ *222# ।

মিনিটঃ *222*2# বা *222*4#


ফাইবারের ভুল গুলো শুধরে নিন।

ফাইবার ফাইবার ফাইবার!!!

ফাইবারে কাজ পাইনা, বায়ার রিকোয়েস্ট দিলে বায়ারে কোন মেসজ করেনা, এই সমস্যা তেই সমস্যা শুনতে শুনতে কান ঝালা-পালা হয়ে গেছে! তাই আপনাদের জন্য নিয়ে এলাম সমস্যার সমাধান। দেশ সেরা ফ্রীল্যান্সারদের সফল হওয়ার গুরুত্‌বপূর্ণ সব টিপস নিচে দিয়ে দিলাম। *আশা করি, এই লেখাটি পড়ার পর আপনার আর কোন সমস্যা থাকবেনা।*




১। আপনার ফাইবারের গিগ আকর্ষণীয় ও সুন্দর করে তুলুন।

Wednesday, November 22, 2017

জেনে নিন ফেসবুক সম্পর্কে অজানা সব তথ্য।

ফেসবুক তৈরি করা হয় ২৯-০৩-১৯৯৭ । তবে এইটি প্রকাশ করা হয় ২০০৪ সালে। প্রথমত, ফেসবুকের প্রতিষ্টাতা মার্ক জাকারবার্গ এইটি তার ফ্রেন্ডদের মধ্যে আবদ্ধ রেখেছিলো। পরবর্তীতে এইটি মার্ক জাকারবার্গ তার দেশের মধ্যে ছড়িয়ে দিয়েছিলো। 


জনপ্রিয়তা পাওয়ায় মার্ক জাকারবার্গ এইটি এক সময় সারা পৃথিবীতে ব্যবহার করার জন্য চালু করে দেই।


বর্তমানে, সোশ্যাল মিডীয়ার শীর্ষে রয়েছে ফেসবুক। ছোট-বড় সবাই এখন ফেসবুক ব্যবহার করে।

ফেসবুক সম্পর্কে অজানা কিছু তথ্য জেনে নিনঃ


Monday, November 20, 2017

ব্রণ দূর করার ঘরোয়া উপায়।

ব্রণ সমস্যায় ভোগেন না এইরকম তরুন-তরুণী আজকাল প্রায় কম দেখা যায়। চিকিৎসা করেও মিলে না  ব্রণ সমস্যা। আমি নিজেও ভুগেছি ব্রণ নিয়ে। কিছু ঘরোয়া নিয়ম অনুসরণ করে চিরতরে দূর করুন ব্রণ।



ব্রণ


Sunday, November 19, 2017

ক্যারিয়ার হিসেবে কেন বেঁচে নিবেন ফ্রিল্যান্সিং কে?

চাকরি করতে করতে জীবন শেষ! এখনো নিজে কিছু করতে পারলাম না! অফিসের বসের ঠেলা আর সহ্য হয় না! কি করবো এখন! অনেকের আবার লেখা-পড়া শেষ করে চাকরির জন্য এপ্লাই করতে করতে সময় চলে যাই। একদিকে মা-বাবার ঠেলা অন্যদিকে প্রেমিকার ঠেলা আর সহ্য হয় না!


তাহলে কি করবেন! ফ্রিল্যান্সিং?


এই লেখাটি পড়ে সিদ্ধান্ত নিন ক্যারিয়ার হিসেবে চাকরি না ফ্রিল্যান্সিং কে বেঁচে নিবেন।

Wednesday, November 15, 2017

পিসি বা কম্পিউটারের যত্ন নিবেন যেভাবে।

পিসি বা কম্পিউটার আমরা যারা ব্যবহার করি কেউ চাইনা নিজের শখের পিসি নষ্ট হক। কিন্তু, অসাবধানতার কারনে বারবার পিসি নষ্ট করে টাকা দিতে হয় মেকানিককে।

pc

যেনে নিন কিভাবে পিসির যত্ন নিবেনঃ

১। আপনার পিসিকে রাখুন ভাইরাস মুক্তঃ ভাইরাস আমাদের অজান্তে আমাদের পিসিকে নষ্ট