Friday, November 24, 2017

ফ্রিল্যান্সিং জিনিসটা আসলে কি?

> সপ্তাহে ৫ দিন কাজ করার ভয়ে সপ্তাহে ৭ দিন কাজ করার নামই ফ্রিল্যান্সিং।

> সরকারি ছুটি ছাড়াও অতিরিক্ত ছুটি কাটানোর আশায় সকল ছুটিতে কাজ করার নামই ফ্রিল্যান্সিং।


> বড় বড় ভ্যাকেশন পাওয়ার আশায় সকল অকেশনে কাজ করার নামই ফ্রিল্যান্সিং।



ফ্রিল্যান্সিং

> এক বসের প্যারা সহ্য করার ভয়ে একাধিক বসের প্যারা সহ্য করার নামই ফ্রিল্যাান্সিং।

> প্রতিদিন ৮ ঘন্টার ডিউটি করার ভয়ে প্রতিদিন আনলিমিটেড কাজ করার নামই ফ্রিল্যান্সিং।


> অতিরিক্ত বিশ্রামের আশায় এক চেয়ারে ঘন্টার পর ঘন্টা বসে বিশ্রামের (কাজ) নামই ফ্রিল্যান্সিং।


> ফ্যামিলি অথবা বন্ধুবান্ধবদের অনেক টাইম দেয়ার আশায় একটু সামান্য টাইম দিতে না পারার নামই ফ্রিল্যান্সিং।


> দাওয়াত গ্রহণ করে সেই দাওয়াতে উপস্থিত হতে না পারার নামই ফ্রিল্যান্সিং।
**ইহাই আমাদের ফ্রিল্যান্সিং লাইফ। 😄😄😄
------------------------------------------------
টাইটানিক মুভি এবং এটা ডুবে যাওয়ার দৃশ্যগুলো আমরা অনেক মনোযোগ দিয়ে দেখি এবং উপভোগ করি। কারন আমাদের মনে হয় দৃশ্যগুলো খুবই রোমাঞ্চকর। সত্যিই কি রোমাঞ্চকর?


একদমই না, ওটা একটা মুভি। কিন্তু ওই মুভির বাস্তবতা সম্পুর্ন ভিন্ন এবং খুবই মর্মান্তিক। আর যে পরিস্থির স্বীকার হয়েছে সেই বুঝতে পেরেছে।


1 comment: