Thursday, November 23, 2017

রবি সিমের সব গোপন কোড গুলো জেনে নিন।

আজ আমি আপনাদের সাথে যে জিনিসটি শেয়ার করতে যাচ্ছি তা হল রবি সিমেরসকল গোপন কোড সমূহ।

এই টিউনটি পড়ে আপনি একজন দক্ষ রবি হেল্প লাইন হতে পারেন। ফলে আপনার কিংবা আপনার আশে-পাশের লোকদের রবি সিমের সমস্যা সমাধান করে এলাকায় সুনাম অর্জন করতে পারেন। যা আমি পেয়েছি।
.

জেনে নিন গোপন সব কোডঃ

ব্যালেন্স চেকঃ *222# ।

মিনিটঃ *222*2# বা *222*4#



.
এমবি  চেকঃ *8444*88#
.
ইজি মেনুঃ *140#
.
হেল্প লাইনঃ 123  বা আপনার সমস্যা লিখে 8123 তে পাঠান।
.
কল ইনফু সেন্টারঃ
1200 বিভিন্ন প্যাকেজ সমন্ধে জানতেঃ *140*24#
.
নিজের নাম্বার জানতেঃ *140*2*4#

এফএনএফ মেনুঃ *140*5#

ইন্টারনেট কিনতেঃ *8444# বা *14*7#

.
ব্যালেন্স ট্রান্সফারঃ মেসেজে গিয়ে টাকার পরিমান লিখে 1212018xxxxxxxx এ পাঠান।
.
আজকের অফার জানতেঃ *999# বা *999*1# । আপনার সিম বন্ধ সিমের আওতায় কিনা জানতেঃ মেসেজে গিয়ে A লিখে 8050 তে পাঠান।

.
বর্তমান প্যাকেজ দেখতেঃ *140*14#.
রবি রেডিওঃ 8080

.
রবি গুণগুণঃ *111# বা 111 .
.
কমপ্লেইন সেন্টারঃ 158 ইমারজেন্সি বা ঝটপট ব্যালেন্স আনতেঃ *8811*1#
.
ইমারজেন্সি বা ঝটপট ব্যালেন্স বন্ধ করতেঃ
*88811*2#
.
সর্বশেষ রিচার্জ জানতেঃ *777# 

রিফিল বা রিচার্জ করতেঃ *111*কার্ড নাম্বার#


আশা করছি টিউনটি পড়ে আপনাদের উপকারে আসবে। 

robi-sim

No comments:

Post a Comment