Thursday, November 23, 2017

ফাইবারের ভুল গুলো শুধরে নিন।

ফাইবার ফাইবার ফাইবার!!!

ফাইবারে কাজ পাইনা, বায়ার রিকোয়েস্ট দিলে বায়ারে কোন মেসজ করেনা, এই সমস্যা তেই সমস্যা শুনতে শুনতে কান ঝালা-পালা হয়ে গেছে! তাই আপনাদের জন্য নিয়ে এলাম সমস্যার সমাধান। দেশ সেরা ফ্রীল্যান্সারদের সফল হওয়ার গুরুত্‌বপূর্ণ সব টিপস নিচে দিয়ে দিলাম। *আশা করি, এই লেখাটি পড়ার পর আপনার আর কোন সমস্যা থাকবেনা।*




১। আপনার ফাইবারের গিগ আকর্ষণীয় ও সুন্দর করে তুলুন।


২। আপনার ফাইবারের প্রোফাইল সুন্দর করে সাজান। মনে রাখবেন, আপনার ফাইবারের প্রোফাইল ও গিগের উপর কাজ পাওয়া নির্ভর করে। সুতরাং, এই দুইটা কাজ প্রথমে ভালো করে সম্পন্ন করুন।

৩. ফাইবারে title, Description, tag এইখানে যা লিখবেন শুদ্ধ করে লিখবেন যাতে গ্রামার ভুল না থাকে।


৪। আপনার টাইটেল হবে সিম্পল ; বড় কোন ধরণের টাইটেল ব্যবহার করবেন না। Example: i will do SEO Keyword research.


৫। মনে করেন,আপনি Data entry এর উপর গিগ করবেন। তাহলে আগে data entry লিখে ফাইবারে সার্চ দিন, ঐখানে যারা ২০০এর উপর রিভিউ পাইছে তাদের গিগ গুলো ফলো করুন। ঐখান থেকে আইডিয়া নিয়ে আপনার গিগটি সুন্দর করে তৈরি করুন।


৬। আরেকজনের গিগ হুবুহু কপি করে গিগ করলে কাজ পাবেন না। গিগ কিছুটা ভিন্ন করে সাজাবেন।


৭। আপনি Language দিবেন English: Fluent নাহলে কাজ পাবেন না।


৮। প্রতিদিন গিগ মার্কেটিং করুন। Facebook, twitter, linkedin, Google+ সাইটগুলোতে আপনার গিগ শেয়ার করুন।


৯। প্রতিদিন ১০টি করে বায়ার রিকোয়েস্ট পাঠান।


১০। আপনি পারবেন না ঐরকম কাজের রিকোয়েস্ট বায়ারদের পাঠাবেন না, এতে আপনার সময় নষ্ট হবে।


১১। বায়ার রিকোয়েস্ট পাঠান সুন্দর ভাষায়। Example: Hello, Sir. I will do your work. i am expert in this. if you have any question, inbox me. Thank You


১২। বায়ারের কাজ পেলে সময়ের মধ্যে করে দিন।


১৩। বায়ারের অন্য কাজ যাতে আপনাকে দেয় সেইভাবে কাজ করুন।


১৪। বায়ার যদি আপনাকে ফাইব স্টার রিভিউ দেই, আপনিও বায়ারকে ফাইব স্টার রিভিউ দিন। আর রিভিউ দেওয়ার সময় লিখবেন, very good buyer. I'm interested in doing your other work.


১৫। ফাইবারে প্রতিদিন একটিভ থাকুন।


#শেষে বলতে চাই, আপনি প্রতিদিন গিগগুলো মার্কেটিং করুন আর বায়ার রিকোয়েস্ট পাঠান। উপরের নিয়মগুলো অনুসরণ করলে আপনি অবশ্যই কাজ পাবেন।






No comments:

Post a Comment