Saturday, January 6, 2018

পিটিসি সাইট কি? পিটিসি সাইটের উদ্দেশ্য কি? জেনে নিন পিটিসি সাইট এর সম্পূর্ণ বিস্তারিত।

PTC শব্দের পূর্ণরুপ হল Paid To Click যার অর্থ ক্লিক করার জন্য পারিশ্রমিক। PTC সাইটের যাত্রা শুরু হয় সম্ভবত ২০০৭ সালের দিকে। এরপর থেকে দিন দিন এইটির জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে।

বর্তমানে বলতে গেলে কোটির উপর PTC সাইটের আবিস্কার হয়ছে। কেউ শুরু থেকে আছে। আবার কেউ ২দিন ব্যবসা করে পালিয়ে গেছে। 

পিটিসি

PTC সাইট কাকে বলঃ

যে সাইট শুধুমাত্র ক্লিক করার জন্য অর্থ পরিশোধ করে থাকে তাকেই পিটিসি সাইট বলে। অনেকে আজকাল এপ ডাউনলোড করা ভিডিও দেখা এইগুলোকেও পিটিসি সাইট মনে করে। এইগুলো পিটিসি সাইটের অন্তর্ভুক্ত না।

PTC সাইটের কাজ কি?

PTC সাইটের কাজ হল ক্লিক করার মাধ্যেমে ইনকাম করা। ভিবিন্ন কোম্পানী ও ওয়েবসাইট তাদের সেবা ও পণ্যের বিজ্ঞাপণ পিটিসি সাইটে দিয়ে থাকে। আর পিটিসি সাইট বিজ্ঞাপণ গুলো তাদের ওয়েবসাইটে দেই। আর  পিটিসি সাইটের মেম্বাররা ঐ বিজ্ঞাপন গুলো দেখে ইনকাম করে থাকে।

PTC সাইটের উদ্দেশ্যঃ

বিজ্ঞাপণ নেওয়া। আর এই বিজ্ঞাপণের মাধ্যমে ইনকাম করা।

PTC সাইট কি ভালো না খারাপ?

আসলে প্রথমে ভালো ছিলো। পরবর্তীতে খারাপ লোকেরা খারাপ করছে। আসল পিটিসি সাইট চেনা মুশকিল। তাই, যে কোন পিটিসি সাইটে কাজ না করা ভালো।

তবে কিছু ট্রাস্টেড পিটিসি সাইটে কাজ করতে পারেন। নিম্নে ঐগুলোর নাম দিলাম।
www.neobux.com
www.clixsense.com

No comments:

Post a Comment