Monday, December 25, 2017

SEO কি? কেন SEO এর প্রয়োজন? কিভাবে SEO শিখবেন জেনে নিন।

SEO এর পূর্ণরুপ হল Search Engine Optimization মানে SEO এর কাজ হল সার্চ ইঞ্জিন অপটিমাইজ করে আপনার ওয়েবসাইট, ব্যবসা ও পণ্যকে সার্চ ইঞ্জিনে নিয়ে আসা।

জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলো হলো Google,yahoo,bing. বাংলাদেশী একটা সার্চ ইঞ্জিন হল www.pipilika.com
আমরা যখন গুগুলে কোন কিছু সার্চ করি তখন গুগুল আমাদের সামনে অনেক তথ্য উপস্থাপণ করে। এই তথ্য উপস্থাপণ করাই হল সার্চ ইঞ্জিনের কাজ। আর এইসব তথ্যগুলো শো করে SEO এর কারণে।

কেন SEO এর প্রয়োজনঃ
SEO এর চাহিদা বর্তমানে কত বেশী তা ভিবিন্ন মার্কেটপ্লেসে ঢুকলে বুজা যাই। SEO এর ভিবিন্ন অংশ আছে এর প্রতিটি অংশের_ই প্রচুর কাজ পাওয়া যায় মার্কেটপ্লেসে। কারণ, এর চাহিদা বেশী।

আপনার ওয়েবসাইটের ভিজিটর পাওয়ার জন্য SEO এর প্রয়োজনীয়তা অনেক বেশী। যদি আপনি SEO করে আপনার ওয়েবসাইটকে গুগুলের ফার্স্ট পেইজে আনতে পারেন তাহলে আপনার ভিজিটর কি পরিমাণে বৃদ্ধি পাবে তা কল্পণায় করতে পারবেন না। মূলত, ব্যবসা,পণ্য ও ওয়েবসাইটের প্রচারের জন্য লোকেরা SEO করে থাকে। কারণ, আজকাল কোন কিছু কেনার ও জানার আগেই লোকেরা গুগুলে সার্চ দিয়ে থাকে। সুতরাং, বুজতেই পারছেন SEO এর প্রয়োজনীয়তা কত!

যেভাবে SEO শিখবেনঃ

আপনাদের আগে বলে রাখি SEO করার জন্য একটি ওয়েবসাইট অবশ্যই প্রয়োজনীয়। যদি আপনার ওয়েবসাইট ও ব্লগসাইট থাকে তাহলে SEO করার কথা ভাবেন।

SEO কঠিন কিছু না। একটু মন দিয়ে SEO এর কাজ শিখলে SEO করা যায়।

SEO করার জন্য প্রথমে আপনাকে গুগুল,ইয়াগু,বিং ও ভিবিন্ন সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটকে তাদের কাছে সাবমিট করতে হবে। এইটি খুব সহজ একটি কাজ। লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে। SEO এর সবকিছু লিখে আমি আপনাদের SEO শিখাতে পারবো না।

তবে, কিছু পরামর্শ দিতে পারিঃ
১। গুগুল ও ইউটিউবে SEO নিয়ে সার্চ দিয়ে SEO এর কিছুটা শিখতে পারবেন।

২।যারা SEO সম্পূর্ণ শিখতে চান তারা IT-Bari এর SEO ভিডিও টিউটোরিয়াল কিনে বাড়িতে বসেই SEO শিখতে পারবেন। দাম মাত্র ৪০০ টাকা। তাদেরকে অর্ডার দিলে তারা আপনার কাছে SEO এর ভিডিও টিউটোরিয়ালটি পাঠিয়ে দিবে। খুব ভালো টিউটোরিয়াল। আমি নিজেও এই টিউটোরিয়াটি কিনে SEO শিখছি।


SEO

যাই হোক, যারা অর্ডার দিতে চান নিচের লিঙ্কে ক্লিক করে ফরম পূরণ করে অর্ডার দিতে পারবেন।
http://itbari.com/order-dvd/

কারো অর্ডার সম্পর্কিত কোন প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের হেল্প করব।
Cell: 01882279215

1 comment:

  1. শুভেচ্ছা জানাচ্ছি,

    আমার নাম অনুপ, ইন্সটাফরেক্স কোম্পানির পার্টনার ম্যানেজার।

    আমরা আপনাকে প্রস্তাব জানাতে চাই ইন্সটাফরেক্স পার্টনার প্রোগ্রামে যেখানে আপনি ১.৫ পিপস (১৫ ডলার স্ট্যান্ডার্ড মার্কেট লট থেকে) পাবেন আপনার প্রতিটা গ্রাহক থেকে। গ্রাহকদের থেকে প্রাপ্ত কমিশন আপনার অ্যাকাউন্ট এ জমা হয়ে যাবে যেটা আপনি সহজেই উত্তোলন করতে পাড়বেন। এর জন্য আপনাকে কোন ইনভেস্ট বা ট্রেড করতে হবে না ।

    এখনি আমাদের পার্টনার হয়ে যান এবং পেয়ে যান সকল তথ্য সরঞ্জাম আপনার ওয়েবসাইট এর জন্য অ্যাফিলিয়েট লিংক সহ। আপনি যদি আগ্রহী হন অথবা যদি কোন প্রশ্ন থাকে নিঃসংকোচে আমার সাথে যোগাযোগ করুন, আমরা কৃতার্থ হব আমাদের পরস্পরের লাভ সম্পর্কে আলোচনা করতে । আমাদের এই প্রস্তাব সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন।

    ধন্যবাদ। অপেক্ষা করছি আপনার আগ্রহ সম্পর্কে জানতে।

    Skype- anup.partners.ifx
    Facebook- Anup Ifx Partner

    ReplyDelete