আমরা অনলাইনে কাজ করার জন্য সবাই Gmail অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি। জিমেইল Google এর একটি সেবা।
এই গুগলের জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা অনেক সেবা উপভোগ করতে পারি। যা হয়ত আপনি জানেন না।
Google এর মাধ্যমে আপনি কী কী করতে পারেন দেখে নিনঃ
1. আপনি Gmail এর সাহায্যে ভিবিন্ন অনলাইন একাউন্ট খুলতে পারবেন।
2. একটি জিমেইল একাউন্ট দিয়ে আপনি বিনামূল্যে একটি ব্লগ ওয়েবসাইট খুলতে পারেন,এটি গুগলের একটি সেবা।
3. আপনি জিমেইল দিয়ে YouTube এ একটি চ্যানেল খুলে Google Adsense এর মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন।
Google আমাদের বিনামূল্য অনেক সেবা দিয়ে থাকে,যার অবদান অতুলনীয়।
যেমনঃ
1. গুগুল আপনার সব ডাটা সংগ্রহ করে থাকে।
2. আপনি Google ড্রাইভে আপনার ছবি বা ভিডিওগুলি জমা রাখতে পারেন, পরে আপনি আপনার ছবিটি যখন খুশি দেখতে পারেন। ফলে,আপনার ছবি হারানোর কোন ভয় নেই।
3. আপনি আপনার অ্যাকাউন্ট 2 স্টেফ-ভেরিফিকেশন চালো করার মাধ্যমে হ্যাকারদের থেকে নিরাপদ রাখতে পারবেন।
4. আমরা সবাই জানি, গুগল ম্যাপ সম্পর্কে। এটি ও Google এর একটি সেবা।
5. আপনার ফোন চুরি হয়ে গেলেও,আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে আপনার তথ্য ডিলেট করতে পারবেন।
6.আপনি গুগুলে সার্চ করে প্রয়োজনীয় সব তথ্য জানতে পারবেন।
সর্বোপরি, গুগুলের কাছে আমরা ঋনী।
No comments:
Post a Comment