Sunday, November 26, 2017

বেহেশতী হুরদের বিবরণ।

#বেহেশতী হুরদের বিবরণ:-

#বেহেশতী হুরদেরকে আল্লাহ তার স্বীয় নূর দ্বারা সৃষ্টি করেছেন।


#তাদের বিভিন্ন রকম সত্তরটি অলংকার থাকবে।

#তারা এত সুন্দর যে, তাদের হাত এবং হাড় অলংকারের ভিতর দিয়ে দেখা যাবে।

#তাদের সাথে যতই সঙ্গম করা যাবে
ততই তাদেরকে নবতর ও কুমারী মনে
হবে।


#বেহেশতীদের গান,সুর, ও কবিতা
পাঠ এত সুন্দর যে,যা সৃষ্টজীব সে
ধরনের সুর লহরী কোনদিন শুনতে
পায়নি।


#বেহেশতী হুরগুলো পুত-পবিত্র,তারা
নিজ স্বামী ছাড়া আর কারো দ্বারা
স্পর্শিত হবে না।


#বেহেশত প্রবেশকারীগন প্রথমিক
পর্যায়ে অপরুপ সৌন্দর্য্য হুরদেরকে
দেখতে দেখতেই দশ বছর কাটিয়ে দিবে।


#হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা:)
হতে বর্ণিত, নবী করিম (সা:) ইরশাদ
করেন,আল্লাহ পাক জান্নাতুল আদন
সৃষ্টি করার পর জিবরাঈল (আ:) কে
ডেকে বললেন- আমি আমার বান্দাদের
জন্য যা কিছু সৃষ্টি করেছি তা একবার
দেখে আস। আল্লাহর নির্দেশে তিনি
বেহেশতের এদিক সেদিক ঘুরে-ফিরে
দেখছিলেন। এমন সময় একজন হুর
তাকে দেখে হেসে উঠলেন তার দাঁতে
জান্নাতুল আদন ঝলমল করে উঠল।
এতে জিবরাঈল (আ:) বেহুশ হয়ে পড়ে
গেলেন। তিনি মনে করলেন এটা খোদার
তাজাল্লীর ঝলক। অতঃপর হযরত
জিব্রাঈল (আ:) মাথা উত্তোলন করে
বললেন,তোমার সৃষ্টিকর্তা অবশ্যি
প্রশংশনীয়।
হুর জিজ্ঞেস করল-হে জিবরাঈল!
আপনি কি অবগত আছেন আমাকে
কার জন্য সৃষ্টি করেছেন? জিবরাঈল
(আ:) বলল তা আমি জানি না।
হুর বলল,যে আল্লাহর সন্তুষ্টি লাভের নিমিত্তে স্বীয় কামনা বাসনা জলাঞ্জলি
দেয়,আল্লাহ আমাকে তার জন্যই
সৃষ্টি করেছেন।




No comments:

Post a Comment