অনলাইনে কাজ করার জন্য আমরা সবাই জিমেইল একাউন্ট ব্যবহার করে থাকি। কিন্তু আপনি আপনার জিমেইল একাউন্ট হ্যাকার থেকে নিরাপদ রাখবেন কিভাবে?
যদি আপনি আপনার জিমেইল আইডি নিরাপদ রাখতে চান, তাহলে আপনাকে গুগুলের ২-স্টেফ ভেরিফিকেশন চালো করতে হবে। ফলে, আপনার জিমেইল পাসওয়ার্ড হ্যাক হলেও হ্যাকাররা লগ ইন করতে পারবেনা।
লগ ইন করার পর এইরকম একটি পেজ আসবে।
এখানে আপনি Sign-in & security তে ক্লিক করুন।
ক্লিক করার পর নিচের দিকে এসে 2-step verification নামে একটি লেখা দেখবেন, ওখানে ক্লিক করুন। নিচের ছবি দেখে বুজে নিন।
ক্লিক করার পর আপনার পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিয়ে নেক্সট দিন। নিচের ছবির মত একটি পেজ আসবে।
আপনি একটু নিচের দিকে এসে Get Started এর উপর ক্লিক করুন। ক্লিক করার পর আপনার পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড দিয়ে নেক্সট দিন। কিছুক্ষন অপেক্ষা করুন, নিচের ছবির মত একটি পেইজ আসবে।
এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিন আর Text Message সিলেক্ট করে দিন। তারপর, নেক্সট বাটনে ক্লিক করুন।
আপনার মোবাইলে একটি কোড যাবে কোডটি দিয়ে নেক্সট দিন।নিচের ছবিটি দেখে বুঝে নিন।
নেক্সট দেওয়ার পর নিচের ছবির মত একটি পেজ আসবে।
*বেস হয়ে গেল ২-স্টেফ ভেরিফিকেশন।উপরের ছবির মত আসলে আপনি আর কোন কিছু ক্লিক করবেন না।*
আপনি নতুন কোন মোবাইল দিয়ে বা ব্রাউসার দিয়ে আপনার জিমেইল একাউন্টে লগ ইন করুন।
দেখবেন আপনার মোবাইলে একটি কোড যাবে আপনাকে ঐ কোডটি দিয়ে লগ ইন করতে হবে। নিচের ছবিতে দেখুন কোড চাইতেছে।
*হ্যাকাররা এখন আপনার পাসওয়ার্ড জানলেও তারা কিছু করতে পারবেনা।*
বিঃদ্রঃ আপনার জিমেইল একাউন্ট নিরাপদ রাখার জন্য এটি খুব দরকারী,কেউ না বুঝলে কমেন্ট করুন,আনস পাবেন।
No comments:
Post a Comment