Saturday, December 2, 2017

Windows 10 অটো আপডেট সমস্যার সমাধান।

এখন যদি কাউকে জিজ্ঞেস করি তোমার পিসিতে সবচেয়ে বড় সমস্যাটি কি? বেশীরভাগ উত্তর আসবে Windows 10 অটো আপডেট সমস্যা। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকে আমার কাছে কল করে থাকেন।
Windows 10 অটো আপডেট সমস্যা দুই ভাবে ঠিক করা যায়।

আমি আপনাদেরকে সহজ নিয়মটি দেখাবোঃ
Windows 10 অটো আপডেট সমস্যা দূর করার জন্য, প্রথমে 

আপনার পিসিতে Wi-Fi দিয়ে নেট কানেকশন চালো করুন। নেট কানেক্ট চালো করা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে Personalize এ ক্লিক করুন। ক্লিক করার পর নিচের ছবির মত একটি পেইজ আসবে।


ঐখানে উপরে কোণায় লাল দাগ দেওয়া Setting চিন্ন এর জায়গায় ক্লিক করুন। ঐখানে  ক্লিক করার পর নিচের ছবির মত একটি পেইজ আসবে।


এরপর লাল দাগ দেওয়া Network & Internet এর উপর ক্লিক করুন। ক্লিক করার পর নিচের ছবির মত একটি পেইজ আসবে।


এরপর আপনারা লাল দাগ দেওয়া Advance options এ ক্লিক করুন। ক্লিক করার পর নিচের ছবির মত একটি পেইজ আসবে।


এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে তা হল Metered connection অফ থেকে অন করে দিতে হবে। এর জন্য লাল দাগ দেওয়া অপশন এ ক্লিক করুন। ক্লিক করার পর Mettered connection অন হয়ে যাবে। অন হয়ে গেলে নিচের ছবির মত দেখাবে।


#হয়ে গেল আপনার সমস্যার সমধান। Metered connection অন করার পর আপনার পিসিতে Wi-Fi দিয়ে নেট চালানোর সময় আর অটো আপডেট হবে না। মূলত, এইটি যারা মোবাইল দিয়ে পিসিতে Wi-Fi কানেকশন দিয়ে নেট চালায় তাদের জন্য বা যারা Wi-Fi দিয়ে নেট চালায় তাদের জন্য।
যদি আপনি মডেম দিয়ে নেট চালান আপনাকে অন্য পদ্ধতিতে এই সমস্যাটি ঠিক করতে হবে।

বিঃদ্রঃ আপনি যদি পিসিতে অন্য Wi-Fi কানেকশন করেন তাহলে আপনাকে ঐ Wi-Fi এর জন্য আবার Metered connection অন করতে হবে।

No comments:

Post a Comment