এইটির মাধ্যমে যে কোন ওয়েবসাইটের লিঙ্ক সর্ট করা হয়। যেমনঃ আপনার একটি ওয়েবসাইট আছে। ওয়েবসাইটের একটা পোস্টের লিঙ্ক এরকম
https://www.omoksite.com/prio/large/1000286500650601
https://www.omoksite.com/prio/large/1000286500650601
এই লিঙ্কটি দেখতে অনেক বড় হয়ে যায় তখন এই লিঙ্কেকে সর্ট করার জন্য, ব্যবহার করা হয় সর্ট লিঙ্ক ওয়েবসাইট goo.gl ; যেটির মাধ্যমে আপনি আপনার লিঙ্কে সর্ট করতে পারবেন।
আগে যেনে নিন এর লাভঃ
১। যখন আপনি কোন বড় লিঙ্ক কোন বায়ারকে মেসেজ করবেন তখন বায়ার বিরক্ত হতে পারে। কিন্ত, আপনি যদি এইটি সর্ট লিঙ্ক করে দেন তখন দেখতে সুন্দর দেখায়।
২। আপনি যদি আপনার সাইটের লিঙ্ক ফেসবুকে, ভিবিন্ন ব্লগে বা যে কোন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন তখন আপনার সাইটের ভিজিটর কোথায় থেকে আসছে আপনি তা ভালো করে জানতে পারবেন না। কিন্তু, আপনি যদি goo.gl এর মাধ্যমে লিঙ্ক সর্ট করে থাকেন আপনার ঐ লিঙ্কে কত জন প্রবেশ করেছে, কোন দেশ হতে প্রবেশ করেছে ও কোথায় হতে প্রবেশ করেছে আপনি ঐটা জানতে পারবেন। ফলে, আপনি বুজতে পারবেন কোথায় মার্কেটিং করলে আপনার সাইটের ভিজিটর বাড়ে।
যেভাবে লিঙ্ক শর্ট করবেনঃ
প্রথমে, লিঙ্ক শর্ট করার জন্য এই লিঙ্কে যান https://goo.gl/
ঐ লিঙ্ক প্রবেশ করার পর নিচের ছবির মত একটি পেইজ আসবে।
উপরে একটি সার্চ বক্সের মত অপশন দেখা যাবে। ঐখানে সার্চ বক্সে লিঙ্ক বসিয়ে SHORTN URL এ ক্লিক করলে আপনার লিঙ্ক টি সর্ট হয়ে নিচে দেখা যাবে।
এরপর আপনি ঐ সর্ট লিঙ্ক কপি করে শেয়ার করতে পারেন সব জায়গাই। আপনার ঐ সর্ট লিঙ্ক কেউ ক্লিক করলে আপনার মেইন লিঙ্কে চলে যাবে।
Example: আপনি নিচের দুইটি লিঙ্কে ক্লিক করলে একই পেইজ দেখাবে। কারণ, একটা মেইন লিঙ্ক আরেকটা ঐটার শর্ট লিঙ্ক।
onlinejonaki.blogspot.com/2017/12/windows-10.html
https://goo.gl/xCxDMX
আশা করি, বুজতে পেরেছেন। এই শর্ট লিঙ্কটি যারা ডিজিটাল মার্কেটিং করেন তাদের জন্য খুব প্রয়োজনীয়।
No comments:
Post a Comment