অফ পেইজ মার্কেটিং কিভাবে করবেন জেনে নিনঃ
ছবি মার্কেটিংঃ অনেক সময় আমরা Audio, Video বা ছবি ডাউনলোড করলে দেখে থাকি, ছবির নিচে বা উপরে কোণায় একটি ওয়েবসাইটের লিঙ্ক থাকে। এইটা হল অফ পেইজ মার্কেটিং। কারণ, লোকেরা অনলাইনে প্রবেশ না করেও অফলাইনে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছে। আর সেই লিঙ্ক দেখে কেউ কেউ আপনার ওয়েবসাইটে প্রবেশ করতেছে। এর জন্য আপনি যখন ওয়েবসাইটে কোন ছবি প্রকাশ করে থাকেন ছোট করে আপনার ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিন। ছবি সুন্দর হলেতো কথায় নেই! একজনের মোবাইলের থেকে আরেকজনের মোবাইলে যাবে ঐ ছবিটি। ভাবেন, কতজন আপনার এই ওয়েবসাইটের নাম সম্পর্কে জানতে পারবে। এমনকি, যাদের ইন্টারনেট সম্পর্কে আইডিয়া নেই তারাও আপনার সাইটের নাম সম্পর্কে জানতে পারবে।ইনবাইট ফ্রেন্ডঃ আমরা সবাই অনলাইনে ফ্রেন্ডদের আমাদের ওয়েবসাইট সম্পর্কে ইনবাইট করলেও সরাসরি কোনদিন ইনবাইট করে থাকি না! একবার ও কি ভেবেছেন অনলাইনে ইনবাইট করা ফ্রেন্ডটি কোনদিন আপনার ওয়েবসাইট দেখছে কিনা? আমি জরিপ করে দেখছি অনলাইনে ইনবাইট করা ফ্রেন্ড্ররা শতকরা ৭০% আমার ওয়েবসাইটে প্রবেশ ও করেনি। এই জিনিসটা আপনার বেলায় ও হয়ে থাকবে না হলে পরিক্ষা করে দেখুন। এর জন্য অনলাইনে ইনবাইট করার পর সরাসরি দেখা হলে ফ্রেন্ড ও ক্লোসদের আপনার ওয়েবসাইট সম্পর্কে বলুন। আর আপনার ওয়েবসাইটটি ফ্রেন্ডকে দেখান। পারলে ফ্রেন্ডদের মোবাইলে নিয়ে ওয়েবসাইটের পেইজে ঢুকে See First করে দেন। দেখবেন ফ্রেন্ডরাও আপনার ওয়েবসাইটের নিয়মিত ভিউয়ার।
মূলত, অনলাইনে প্রবেশ করা ছাড়া অপলাইনে লোকেরা আপনার ওয়েবসাইট সম্পর্কে জানতে পারাই হল অফলাইন মার্কেটিং।
এর জন্য আপনি অফলাইন মার্কেটিং করতে থাকুন। চাইলে, আপনার ওয়েবসাইটের লিঙ্ক প্রিন্ট করে বের করে কলেজে যাওয়া C.N.G বা বাসে লাগিয়ে দিন। আপনার ওয়েবসাইটে যদি প্রবেশ করে কলেজের শিক্ষার্থীরা উপকৃত হয় দেখবেন ভিজিটর কিভাবে আসে।
শুধু অনলাইন মার্কেটিং নই ছোট ছোট অপলাইন মার্কেটিং করেও সফল হওয়া যায়। আমি আগেও বলেছি, মার্কেটিং একটা বিশাল অধ্যায়। চিন্তা করুন কিভাবে মার্কেটিং করলে আপনি সফল হবেন আর সে চিন্তাকে কাজে লাগান।
বিঃদ্রঃ অফ পেইজ মার্কেটিং নামে কোন শব্দ কোন ওয়েবসাইটে পাবেন না। এইটা সম্পূর্ণ আমার নিজের তৈরি লেখা। অফ পেইজ মার্কেটিং শব্দটির নাম ও দিলাম আমি। আজ থেকেই শুরু হোক অফলাইন মার্কেটিং।
No comments:
Post a Comment